Header Ads

ডিমের খোসা ফেলছেন????? ভুল করছেন!!!!!!

ডিমের খোসা ফেলছেন????? ভুল করছেন!!!!!!


ডিম হল প্রোটিনের অন্যতম একটি উৎস । সকালের নাস্তা, দুপুরে ও রাতে খাবার সময় ছাড়াও অন্য সময়েও আমরা ডিম দিয়ে বানানো অনেক কিছু খেয়ে থাকি ।

এত কিছু খাবারের পর ডিমের খোসার দিকে আর কেই বা নজর দিবে । স্বভাবতই সেগুলো আমরা ফেলে দেই ।

তবে সত্যি বলছি এই লেখাটি পড়ার পর আর কখনই আপনি ডিমের খোসা ফেলতে চাইবেন না ।

তাহলে আসুন জেনে নেই কেন ডিমের খোসা না ফেলে কিভাবে কাজে লাগানো যায়……………
  • প্রাকৃতিক ক্যালসিয়ামের প্রধান একটি উৎস হল ডিমের খোসা যেটি দেহে সরাসরি শোষিত হয় ।
  • এই ক্যালসিয়াম আমাদের দেহের হাড়কে শক্ত করার পাশাপাশি পেশি ও স্নায়ুকে ভালো রাখে ।
  • রক্তচাপ কমাতে ও কোলেষ্টোরেলের লেভেল বজায় রাখতে ভালো কাজে দেয় ।
  • রোজ মাত্র আধা চামচ ডিমের খোসা মানব দেহের ৯০% ক্যালশিয়াম সরবরাহ করতে যথেষ্ট ।
  • ডিমের খোসা দিয়ে ফেস প্যাক বানিয়ে ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা অনেকগুনে বেড়ে যায় ।
  • এটি গাছের উর্বরতা বৃদ্ধিতে কার্যকরী উপাদান ।
  • ঘর বাড়ির নোংরা পরিষ্কার করতে ও সাবান পানির সাথে মিশিয়ে যেকোনো ধরনের ময়লা পরিষ্কার করা যায়।
  • পোষা পশু পাখিকে খাওয়াতে এবং সুস্থ রাখতে ডিমের খোসার পাউডার বানিয়ে খাবারের সাথে মিশিয়ে দিতে পারেন ।
  • কফির স্বাদ পরিবর্তন করতে ডিমের খোসা কফির পানি ফোটার সময় ব্যাবহার করতে পারেন ।
  • ডিমের খোসার পাউডার মিশ্রিত মাটিতে চারা গাছ রোপণ করলে সেটি বেশি স্বাস্থ্যসম্মত থাকে ।


তাহলে আর চিন্তা কিসের ???? লেগে পরুন ডিমের খোসা সংগ্রহ করতে !!!!!! 

No comments

Theme images by lobaaaato. Powered by Blogger.