অনলাইনে আয় সহজ নাকি কঠিন ???
অনলাইনে আয় সহজ নাকি কঠিন ???
আমরা সবাই অনলাইনে কাজ করতে চাই । মাঝে মাঝে আশেপাশে এমন অনেককেই অনলাইনে আয় করতে দেখে আমাদেরও
মনে হয় আমরাও অনলাইনে কাজ করে আয় করি । কিন্তু সমস্যা হল আমরা বেশিরভাগই জানি না যে কি কাজ করতে
হয় বা কিভাবে করতে হয় । এর সাথে থাকে প্রতারিত হবার ভয় ।
আমার আজকের এই লেখনীর উদ্দেশ্য হল সেইসব মানুষদের জন্য যারা
অনলাইনে কাজ করে স্বাবলম্বী হতে চান ।
প্রথমেই বলে নেয়া ভালো যে যারা ভাবছেন অনলাইনে খুব সহজেই
আয় করা সম্ভব, তারা সময়
থাকতেই এখান থেকে আয়ের চিন্তা বাদ দেন ।
হ্যা একথাও সত্য যে অনলাইনে আয় করা সহজ, তবে যদি আপনি কাজ জানেন এবং কোথায় ও কিভাবে
কাজ করতে হবে তা বোঝেন তাহলে বলা যায় সহজ । তবে এতসব চিন্তা আমরা কয়জনই করি ।
আসুন দেখা যাক অনলাইনে কাজ করে আয়ের কয়েকটি জনপ্রিয়
মাধ্যম ।
১. পি টি সি (PTC) সাইটঃ
পি টি সি সাইটগুলোতে অ্যাড দেখে দেখে আয় করতে হয়। যারা অনলাইনে একেবারেই নতুন তাদের জন্য শুরু করার
একটি অন্যতম মাধ্যম হল অ্যাড দেখে আয় করা । তবে এই মাধ্যমে খুব কম পরিমানে আয় হয়
এবং সময়ও লাগে বেশি । যদিও পি টি সি সাইটের মাধ্যমে প্রচুর আয়ের সুযোগ রয়েছে তবে
সেটা অ্যাডভান্স লেভেল । পি টি সি সাইটগুলোর মাধ্যমে আয় ছাড়াও নিজস্ব ওয়েবসাইটের
জন্য প্রচুর পরিমানে ট্র্যাফিক আনা যায় ।
তবে পি টি সি সাইটে কাজ করার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা
অবলম্বন করা বাঞ্ছনীয় । কারন ট্রাস্টেট পি টি সি সাইট ছাড়া কাজ করে আয়ের টাকা না
পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে । এজন্য অবশ্যই অভিজ্ঞ কারো পরামর্শ নেয়া উচিত ।
২. বিভিন্ন মার্কেটপ্লেসঃ
আয়
করার অন্যতম জনপ্রিয় একটি মাধ্যম হল অনলাইন মার্কেটপ্লেস । জনপ্রিয় ও ট্রাস্টেট
অনেক মার্কেটপ্লেস রয়েছে । আপনার বেস্ট স্কিল অর্থাৎ যে কাজটি আপনি বেশি ভালো করতে
পারেন সেটার উপর নির্ভর করে এসব মার্কেটপ্লেসগুলোতে প্রচুর আয় করা সম্ভব এবং করছেও
। তবে এক্ষেত্রে একটি বিষয় অবশ্যই গুরুত্ব দেয়া উচিত । সেটা হল আপনি নিজেকে এবং
নিজের স্কিলগুলোকে কতটা ভালো ভাবে উপস্থাপন করতে পারছেন । যে যত ভালভাবে নিজেকে
উপস্থাপন করতে পারে সে বেশি আয়ও করতে সক্ষম এসব মার্কেটপ্লেস থেকে। এক্ষেত্রে
স্কিল ডেভলপমেন্টের জন্য প্রশিক্ষণ অনেক কাজে দেয়।
৩. ব্লগিং:
অনলাইনে
আয় করার আরেকটি কার্যকরী মাধ্যম হল ব্লগিং । আপনার নিজের যদি একটা ওয়েবসাইট বা
ব্লগ সাইট থাকে এবং এখানে যদি আপনি ভালমানের আর্টিকেল লেখা ভালো পরিমানের পাঠকদের
নিয়মিত দেখাতে পারেন । তাহলে আপনার সাইটে গুগল অথবা অন্য কোন মাধ্যম থেকে অ্যাড
দেখানোর মাধ্যমে প্রচুর পরিমানে এবং দীর্ঘ মেয়াদে আয় করতে পারবেন । তবে এক্ষেত্রে
কিছু নিয়ম কানুন মেনে চলতে পারলে এই মাধ্যমটিই হতে পারে আপনার মূল আয়ের উৎস ।
৪. ইউটিউব:
বর্তমানে
সারাবিশ্বে জনপ্রিয় এবং সহজ আয়ের একটি মাধ্যম হল ইউটিউব । একটি ইউটিউব চ্যানেলে
ভিডিও পোস্ট করার মাধ্যমে আপনি মোটা অংকের টাকা আয় করতে পারেন এবং দীর্ঘমেয়াদে ।
তবে ভিডিও গুলি অবশ্যই ইউনিক হতে হবে ।
এসব ছাড়াও আরও অনেক মাধ্যম আছে যেগুলোর সাহায্যে আপনি
অনলাইনে কাজ করে আয় করতে পারবেন। তবে সবথেকে ভালো উপায় এবং জরুরী হল অভিজ্ঞ কারো
পরামর্শ নিয়ে এবং নিজের স্কিল ডেভলপমেন্টের মাধ্যমে কাজ শুরু করা ।
অনলাইনে কাজ শুরু করার জন্য সঠিক নির্দেশনা পেতে ও দক্ষ
হতে আমাদের সাথেই থাকুন । এবং আসুন নিজে স্বাবলম্বী হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ
করি ।
No comments