Header Ads

ঘরের ধুলাবালি পরিষ্কার করছেন?

ঘরের ধুলাবালি পরিষ্কার করছেন? 



হঠাৎ করে হাঁচি এবং পরে শ্বাসকষ্ট অথবা ফুলের গন্ধ নিচ্ছেন বা গরুর মাংস, চিংড়ি, ইলিশ  গরুর দুধ খেলেই শুরু হল গা চুলকানি বা চামড়ায় লাল লাল চাকা হয়ে ফুলে ওঠা এগুলো হলে আপনার এলার্জি আছে ধরে নিতে হবে
মানব জীবনে এলার্জি কতটা ভয়ংকর সেটা ভুক্তভোগী যে সেই জানে উপশমের জন্য কতজন কত কি না করেন এবার প্রায় বিনা পয়সায় এলার্জিকে গুডবাই জানান আজীবনের জন্য  



যা করতে হবে আপনাকে 
  •  কেজি নিম পাতা ভালো করে রোদে শুকিয়ে নিন
  • শুকনো নিম পাতা পাটায় পিষে গুড়ো করুন এবং সেই গুড়ো ভালো একটি কৌটায় ভরে রাখুন
  • এবার ইসব গুলের ভুষি কিনুন চা চামচের তিন ভাগের এক ভাগ নিম পাতার গুড়া এক চা চামচ ভুষি গ্লাস পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখুন
  • আধা ঘন্টা পর চামচ দিয়ে ভালো করে নাড়ুন
  • প্রতি দিন সকালে খালি পেটে, দুপুরে ভরা পেটে এবং রাত্রে শোয়ার আগে খেয়ে ফেলুন ২১ দিন একটানা খেতে হবে
  • কার্যকারীতা শুরু হতে  মাস লেগে যেতে পারে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে এবং এরপর থেকে এলার্জির জন্য যা যা খেতে পারতেন না যেমন- হাঁসের ডিম, বেগুন, গরু, চিংড়ি সহ অন্যান্য খাবার খেতে পরবেন


চিকিৎসা: তবে অনেকদিন যাবৎ চুলকানি এবং এলার্জির সমস্যায় ভুগতে থাকলে অভিজ্ঞ এবং নিবন্ধনকৃত হোমিও ডাক্তারের পরামর্শ মত কিছুদিন প্রপার ট্রিটমেন্ট নিতে পারেন, আশা করি আপনার এলার্জির সমস্যা দূর হয়ে যাবে

No comments

Theme images by lobaaaato. Powered by Blogger.