শীতে পরিচর্যায় ত্বক থাকবে উজ্জ্বল ও মসৃণ
শীতে পরিচর্যায় ত্বক থাকবে উজ্জ্বল ও মসৃণ
ধরন বুঝে সঠিক পরিচর্যায় ত্বক হবে উজ্জ্বল
ও দীপ্তিময়। তাই জেনে নিন এই মৌসুমে শুষ্ক, তৈলাক্ত ও মিশ্র ত্বকে রূপচর্চার কৌশল।
এই বিষয়ে জানিয়েছেন শিবানি’জ অ্যারোমার কর্নধার শিবানী দে।
তৈলাক্ত ত্বকের যত্ন
শুষ্ক ত্বকের যত্ন
শুষ্ক ত্বকের প্রধান কাজ হল ত্বকের
ময়েশ্চারাইজার ধরে রাখা। আধা চামচ ভিটামিন-ই অয়েলের সঙ্গে আধা চামচ গ্লিসারিন
মিশিয়ে প্রতিদিন লাগাতে পারেন। ত্বকে পুষ্টি জোগাতে ডিমের কুসুম, ১ চা-চামচ মধু,
আধা চা-চামচ অলিভ অয়েল ও গোলাপজল মিশিয়ে সারা মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে
ফেলুন।
মিশ্র ত্বকের যত্ন
প্রতিদিন হালকা ক্লিনজার ব্যবহার করতে
পারেন। তবে ত্বকের শুষ্ক জায়গাগুলো অবশ্যই ময়েশ্চারাইজার লাগাবেন। সিদ্ধ করা মিষ্টি কুমড়া চটকে সঙ্গে মধু ও
দুধ পরিমাণ মতো মিশিয়ে ২০ মিনিট রেখে মালিশ করে ধুয়ে ফেলুন।
নিজের ত্বকের ধরণ বুঝে যত্ন নিলে ত্বক
থাকবে মসৃণ ও উজ্জ্বল। তাছাড়া প্রাকৃতিক উপাদানের সাহায্যে পরিচর্যা করলে ত্বকের
ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে।
No comments