Header Ads

“তেলাপোকা” খুবই বিরক্তিকর, যন্ত্রণাদায়ক এক পোকার নাম।

তেলাপোকাখুবই বিরক্তিকর, যন্ত্রণাদায়ক এক পোকার নাম।

খুবই বিরক্তিকর, যন্ত্রণাদায়ক এক পোকার নাম তেলাপোকা” । তেলাপোকা নেই এমন বাসা একটিও খুঁজে পাবেন না । প্রতিটি মানুষকে এই তেলাপোকার যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয় । তেলাপোকা শুধু বিরক্তিকর নয়, এটি স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর ।
এটি এমন একটি পোকা যা আমাদের রান্নাঘরের জিনিসপত্রে হেঁটে বেড়ায় এবং জীবাণু ছড়িয়ে দিয়ে থাকে । আর এই জীবাণু থেকে সৃষ্টি হয়ে নানা রোগের । 
বাজারে নানা প্রকার তেলাপোকা মারার ওষুধ কিনতে পাওয়া যায় । কিন্তু এই ঔষুধ দিয়ে চিরদিনের জন্য তেলাপোকা দূর করার সম্ভব হয় না । খুব ছোট একটি কাজ করে আপনি চিরদিনের জন্য তেলাপোকার হাত থেকে রক্ষা পেতে পারেন । আসুন জেনে নিই সেই উপায়টি ।
যা যা লাগবে
  •  ২০ গ্রাম বোরিক এসিড
  • ১ টেবিল চামচ আটা
  • পানি

যেভাবে তৈরি করবেন:
  • সমপরিমাণে বোরিক এসিড এবং আটা মিশিয়ে নিন। তারপর এতে পানি মিশিয়ে নিন। পানি অল্প অল্প করে মিশিয়ে নিন ।
  • ভাল করে মিশিয়ে রুটির মত ডো তৈরি করে নিন। লক্ষ্য রাখবেন ডো যেন বেশি নরম বা শক্ত না হয়ে যায় ।
  • এই ডো থেকে ছোট ছোট বল তৈরি করে নিন। সম্পূর্ণ ডোটি দিয়ে কয়েকটি বল তৈরি করে নিন ।
  • এবার ঘরের যেসব স্থানে তেলাপোকা বেশি দেখা যায় সেসব স্থানে আটার বলটি রেখে দিন ।
  • তিনদিন বা এক সপ্তাহের পর পরীক্ষা করে দেখুন তেলাপোকা মরে পড়ে আছে ।


মূলত বোরিকের অ্যাসিডের উপাদান তেলাপোকার মৃত্যুর জন্য দায়ী । বোরিক অ্যাসিড তেলাপোকার মুখ আটকিয়ে দিয়ে থাকে । যার কারণে তেলোপোকা কিছু খেতে বা পান করতে পারে না। এক সময় এটি মারা যায় ।

No comments

Theme images by lobaaaato. Powered by Blogger.